×
অনুসন্ধানें

বাইবেল অধ্যয়ন: কিভাবে ঈশ্বরের সাথে আমাদের এই সম্পর্কটি হতে পারে?

প্রার্থনা দিয়ে শুরু করুন: ‘‘প্রভু, আমি তোমাকে অনুরোধ করছি যে, তোমার বাক্য, বাইবেলের মাধ্যমে তুমি আমার কাছে কথা বল। তুমি আমাকে যা যা বলতে চাও সেগুলো বুঝানোর জন্য আমার অন্তরে কথা বল। আমেন।’’

নিম্নোক্ত পদগুলো আপনাকে এটা বুঝতে সাহায্য করবে যে, ঈশ্বর আপনার এবং তাঁর সম্পর্কের মধ্যকার সত্যতা সম্পর্কে এখন কি বলছেন। আপনি যখন পদগুলো পড়বেন, তখন নিচের এই প্রশ্নগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে যে পদগুলো আসলে কি বুঝাচ্ছে।

(প্রত্যেকটি বাক্যের সামনে নূন্যতম সংখ্যা ‘‘পদ’’ হিসেবে আখ্যায়িত হয় এবং খ্রীষ্টিয়ানদের বাইবেলের নির্দিষ্ট বাক্যগুলোকে উল্লেখ করতে সাহায্য করার জন্য অনেক আগে থেকে তৈরী একটি সংখ্যা পদ্ধতি ছিল।)

যোহন ১
১২ তবে যতজন তাঁর উপর বিশ্বাস করে তাঁকে গ্রহণ করল তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন।

প্র- কীভাবে একজন ব্যক্তি ঈশ্বরের একজন সন্তান হয়ে ওঠে?
আপনি আপনার উত্তরগুলো এখানে লিখতে পারেন এবং আপনার যখন লেখা শেষ হবে তখন অনুশীলনীটি প্রিন্ট করতে পারবেন।

আপনি হয়ত মনে করতে পারেন যে, যীশুর প্রতি বিশ্বাস স্থাপন করার বিষয়টি কোন গাড়ি বাছাই করা বা রাজনৈতিক দৃষ্টিকোণ দিয়ে বেছে নেওয়ার মত কোন বিষয়। কিন্তু নিম্নলিখিত বিষয়গুলো আপনার খ্রীষ্টিয়ান হয়ে ওঠার পেছনে ঈশ্বরের জড়িত থাকার বিষয়টি তুলে ধরে।

যোহন ১৫
১৬ তোমরা আমাকে বেছে নাও নি, কিন্তু আমি তোমাদের বেছে নিয়েছি...

১ম করিন্থীয় ১
ঈশ্বর বিশ্বাসযোগ্য; তিনিই তোমাদের ডেকেছেন যেন তাঁর পুত্র আমাদের প্রভু যীশু খ্রীষ্ট ও তোমাদের মধ্যে যোগাযোগ-সম্বন্ধ থাকে।

ইফিষীয় ১
আমরা যাতে ঈশ্বরের চোখে পবিত্র ও নিখুঁত হতে পারি সেইজন্য ঈশ্বর জগৎ সৃষ্টি করবার আগেই খ্রীষ্টের মধ্য দিয়ে আমাদের বেছে নিয়েছেন। তাঁর ভালবাসার দরুন তিনি খুশী হয়ে নিজের ইচ্ছায় আগেই ঠিক করেছিলেন যে, যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে তাঁর সন্তান হিসাবে তিনি আমাদের গ্রহণ করবেন।

প্রশ্ন- ৫ম পদে, আমাদেরকে বেছে নেওয়ার পেছনে ঈশ্বরের কী উদ্দেশ্য আছে?

ইফিষীয় ২
কিন্তু ঈশ্বর করুণায় পূর্ণ; তিনি আমাদের খুব ভালবাসেন। এইজন্য অবাধ্যতার দরুন যখন আমরা মৃত অবস্থায় ছিলাম তখন খ্রীষ্টের সংগে তিনি আমাদের জীবিত করলেন। ঈশ্বরের দয়ায় তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছ।

কলসীয় ১
১৩ কারণ তিনি অন্ধকারের রাজ্য থেকে আমাদের উদ্ধার করে তাঁর প্রিয় পুত্রের রাজ্যে এনেছেন। ১৪ এই পুত্রের সংগে যুক্ত হয়ে আমরা মুক্ত হয়েছি, অর্থাৎ আমরা পাপের ক্ষমা পেয়েছি।

প্রশ্ন- যখন আপনি এই পদগুলি দেখেছেন, কোন চারটি বিষয় ঈশ্বর আপনার জন্য করেছেন?

রোমীয় ৫
তাহলে খ্রীষ্টের রক্তের দ্বারা যখন আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে তখন আমরা খ্রীষ্টের মধ্য দিয়েই ঈশ্বরের শাস্তি থেকে নিশ্চয়ই রেহাই পাব।

প্র- যখন বাইবেল এটা বলে যে যীশু আমাদেরকে রক্ষা করেছেন, এখানে তিনি কি থেকে আমাদেরকে রক্ষা করেছেন?

ইফিষীয় ২
ঈশ্বরের দয়ায় বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছ। এটা তোমাদের নিজেদের দ্বারা হয় নি, তা ঈশ্বরেরই দান। এটা কাজের ফল হিসাবে দেওয়া হয় নি, যেন কেউ গর্ব করতে না পারে।

প্র- আমাদের পরিত্রাণ কি আমাদেরকেই অর্জন করতে হবে?

প্র- ভাল কাজ করে কি কেউ পরিত্রাণ পেতে পারে?

উপসংহার: একজন খ্রীষ্টিয়ান হয়ে ওঠার ক্ষেত্রে আপনার সাথে ঈশ্বরের জড়িত থাকার বিষয় সম্পর্কিত পদগুলোর সারাংশ তৈরী করুন:

আপনি এখন এই #১ অধ্যয়নটি প্রিন্ট করতে পারেন।

যখন আপনি এই পেইজটি ছেড়ে যাবেন, তখন আপনার উত্তরগুলো এখানে সংরক্ষিত হয়ে থাকবে না।